১২ বছরের অপেক্ষার অবসান শাহরুখের, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কেকেআর

কার্যত এক তরফা ম্যাচে সান রাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করে ট্রফি জিতল কেকেআর। ১২ বছরের অপমান, গ্লানি ধুয়ে মুছে গেল রোববার রাতে! ৭৪ ম্যাচ পরে আইপিএল ২০২৪-এর বিজয়ী দলের হাসিটা হাসলেন শাহরুখের কেকেআর।

দল জেতার পরে আবেগে মেয়ে সুহানাকে জড়িয়ে ধরেন শাহরুখ খান। সুহানাকে বলতে শোনা গেল, ‘আর ইউ হ্যাপি নাও?’ (কী এবার খুশি তো?) যেন কোনও বিরাট বোঝা নামল শাহরুখের বুক থেকে! ততক্ষণে হাসিতে উজ্জ্বল সুহানার মুখ। সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী সিইও তথা সহ-মালকিন কাব্য আগেই মাঠ ছেড়েছেন।

সুহানার পর শাহরুখকে এসে জড়িয়ে ধরে খুদে আব্রাম। পিছিয়ে থাকলেন না আরিয়ানও। তিন ছেলেমেয়ের সঙ্গে শাহরুখের আলিঙ্গনের মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যালে।

ILP 1

ম্যাচ শেষে কখনও গৌরীকে জড়িয়ে ধরলেন শাহরুখ, আবার কখনও টিভি স্ক্রিনে ছুঁড়ে দিলেন উড়ন্ত চুমু। এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন বাদশাকে। হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। বললেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’। এদিকে রোমালের তাণ্ডব উপেক্ষা করেই কলকাতার জয়কে ঘিরে উচ্ছ্বাস তিলোত্তমায়। ইডেন অপেক্ষায় তিন নম্বর আইপিএল ট্রফির। 

প্যাট কামিন্সের দল টসে জিতলেও ২২ গজে কেকেআরের সামনে টিকতেই পারল না। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। জবাবে মাত্র ১০.৩ ওভারেই নির্ধারিত রান তুলে ৮ উইকেটে সহজ জয় পেল কেকেআর। ম্যাচের সেরা অজি বোলার মিচেল স্টার্ক। যাঁর আগুন বোলিং এদিন শিরদাঁড়া ভেঙে দেয় হায়দরাবাদের ব্যাটিং অর্ডারের।