সরানো হলো কোকাকোলার সেই বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন জীবন-শিমুল

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে কোণঠাসা জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকাকোলা বাংলাদেশ। আর এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অভিনেতাদের দেওয়া হয় বয়কটের হুমকি। অবশেষে মঙ্গলবার (১১ জুন) সকাল নাগাদ এটি নামিয়ে ফেলা হলো প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে।

যদিও এ বিষয়ে কোকাকোলা বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো ঘোষণা বা বক্তব্য দেয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। তবে বিজ্ঞাপনটির ডাবিং করা বিকৃত ভার্সনটি এখনও তুমুল চলছে অসংখ্য ফেসবুক গ্রুপ, পেজ ও ইউটিউব চ্যানেলে।

এদিকে বিজ্ঞাপনটির নির্মাতা ও প্রধান অভিনেতা শরাফ আহমেদ জীবন সোমবার (১০ জুন) রাতেই আত্মপক্ষ সমর্থনে দুঃখ প্রকাশ করেন। স্পষ্ট ভাষায় জানান, এই বিজ্ঞাপনে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং কখনোই আমি ইসরায়েলের পক্ষে নই।

এরপরই বিজ্ঞাপনের অন্য মডেল শিমুল শর্মাও ক্ষমা চাইলেন। মেনে নিলেন দায়!
মঙ্গলবার (১১ জুন) সকালে শিমুল শর্মা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমা চেয়ে এ পোস্ট করেন।

শিমুল বলেন, ‘পরিচয় দেবার মতো অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আমি ভবিষ্যতে কোনও কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।

বিজ্ঞাপনটিতে শরাফ আহমেদ জীবন ছাড়াও অভিনয় করেছেন মডেল অভিনেতা শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনটি নির্মাণের পেছনেও রয়েছেন শরাফ আহমেদ জীবন।