তিশাকে যেসব পরামর্শ দিলেন ভক্তরা

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সর্বশেষ ‘মুজিব’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমর্থক এই তারকা এবার সাম্প্রতিক বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

বুধবার (৭ আগস্ট) সোশ্যাল হ্যান্ডেলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।

nusrat imrose tisha 2

যার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন পুলিশকে তার কাজে ফেরানো, মনে করছেন তিশার ভক্তরা। অনেকে তিশার পোস্টে প্রস্তাব করেন পুলিশের পোশাক পরিবর্তনের। যুক্তি, পুলিশের ওই পোশাকে অনেক ছাত্রের রক্ত লেগে আছে।

এক ফলোয়ার লিখেছেন, বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয়। পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তের দাগ লেগে আছে। এই পোশাককে অনেকে ঘৃণার চোখে দেখে।

অন্য একজন লিখেছেন, আপনারাও বেরিয়ে আসুন দেশ সংস্কারে ভূমিকা রাখুন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা।