ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভুয়া ছবির ফাঁদে অভিনেত্রী তিশা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে।

মুহূর্তেই সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ অনুসন্ধানে জানায়, ছবিটি আসল নয়। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত একটি ভুয়া ছবি।

অনুসন্ধানে দেখা যায়, গত ৩১ মে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে Zuton’s Snapshoot নামের একটি প্রতিষ্ঠানের ফটোশুট অ্যালবাম প্রকাশিত হয়। সেই অ্যালবামের একটি ছবি থেকেই এডিট করা হয়েছে আলোচিত ছবিটি। বসার ভঙ্গি, মুখের অভিব্যক্তি, কানের দুল, আশপাশের পরিবেশ সব এক হলেও পোশাক পরিবর্তন করে ছবিটিকে এডাল্ট কনটেন্টে রূপ দেওয়া হয়েছে। একই অ্যালবাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পাওয়া গেছে।

তিশার নামে ভুয়া ছবি ছড়ানো নিয়ে নেটিজেনরা তীব্র সমালোচনা করেছেন। অনেকে বলেছেন, জনপ্রিয় নারী শিল্পীদের লক্ষ্য করেই সচেতনভাবে এমন কাজ করা হচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী ফিল্টার ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

DR/FJ
আরও পড়ুন