পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণদিবসে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। অনুষ্ঠানটি আয়োজন করেছে সিপিএম। ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ওপার বাংলায় যাচ্ছেন বন্যা। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।
আগামী ১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণদিবস। ওই দিন কলকাতার নিউ টাউনে 'জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ' সেন্টারের একাংশের উদ্বোধন করবে সিপিএম। সেদিনের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বন্যাকে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়েছে।
এ বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দু’পারের বাংলায় মুক্তিযুদ্ধের চেতনাও বিদ্যমান। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা মনে করি ঐক্য বজায় থাক।’ ওই অনুষ্ঠানে রেজওয়ানাকে ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তিনি সঙ্গীত পরিবেশনও করবেন।
এ বিষয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমি আমন্ত্রণ পেয়েছি। তবে যাওয়ার ব্যাপারে এখনও কনফার্ম করিনি। ওই দিন অন্য কোনও কাজ না পড়ে গেলে আমি যাব।’