বলিউড তারকারা কে কত দামি বিমানের মালিক?

বিলাসী জীবনে অভ্যস্ত বলিউড তারকারা। সেই বিলাসতার একটি অংশ হতে পারে নিজস্ব বিমান। বলিউডের প্রথম সারির তারকাদের অধিকাংশেরই রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত বিমান। নিজস্ব বিমানে চলাচল করেন তারা। চলুন জেনে নেই কোন তারকাদের রয়েছে ব্যক্তিগত বিমান আর তার দামই বা কত? খবর আজকাল ডটইন’র।

অমিতাভ বচ্চন: 
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার বিলাসবহুল বিমানটি বোম্বাবারাডিয়ার চ্যালেঞ্জার। ১০টি আসনযুক্ত এই ব্যক্তিগত জেটটির মূল্য ২৬০ কোটি টাকা।

অক্ষয় কুমার
ইন্ডাস্ট্রির অন্যতম ধনী তারকা অক্ষয় কুমার। এই অভিনেতার ব্যক্তিগত বিমানটি হকার ৮০০। রয়েছে আটটি আসন। মূল্য ১৬০ কোটি। ব্যক্তিগত ভ্রমণ ছাড়াও দূর দেশে শুটিং থাকলে এই বিমানটি চেপেই যাতায়াত করেন তিনি।

অজয় দেবগণ:
নিজের জন্য একটি বিলাসবহুল ব্যক্তিগত বিমান কিনে ফেলেছেন 'সিংহম' অজয় দেবগণ। অজয়ের বিমানটি হকার ৮০০ সংস্থার। আসন রয়েছে মাত্র ৬টি। কিন্তু মূল্য ৮৪ কোটি। বিদেশে শুটিং করতে যাওয়া থেকে ছুটি কাটানো, সবকিছুই এই বিমানে চেপে করছেন অজয়। 

সালমান খান:
বলিউডের 'টাইগার’ খ্যাত সালমান খানের ব্যক্তিগত বিমানটির মূল্য ২৬০ কোটির আশেপাশে। এতে রয়েছে ১০টি আসন। দূরে কোথাও যাওয়ার থাকলে কড়া নিরাপত্তার কারণে এই বিমানে চেপেই বর্তমানে যাতায়াত করেন সালমান খানে।

শাহরুখ খান:
শাহরুখ খান শুধু ভারতের নয়, বরং বিশ্বের অন্যতম ধনী তারকা। তার বিমানটিও যে হবে অনুরূপ, তা বলাই বাহুল্য। গালফস্ট্রিম ৫৫০ -এর বিমানের মালিক তিনি। এই বিমানে আসন রয়েছে মোট ১৬টি। আর এটি কিনতে শাহরুখের খরচ হয়েছিল ৫১০ কোটি টাকা। সুতরাং বলিপাড়ায় তার ব্যক্তিগত বিমানটির-ই মূল্য সর্বাধিক।