৯৭তম আসরে অস্কার পেলেন যারা

বিশ্ব বিনোদন দুনিয়ার অন্যতম এবং বিনোদন জগতের বছরের সেরা অনুষ্ঠান অস্কার। রোববার (২ মার্চ) তারকাদের জমকালো আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। চলছে এ অনুষ্ঠানের মূল আকর্ষণ বিজয়ীদের নাম ঘোষণা পর্ব।

বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা। ৯৭তম অস্কারের এবারের আয়োজনে কারা জিতলেন অস্কার চলুন দেখে নেই বিজয়ীদের তালিকা-

১। সেরা পার্শ্ব অভিনেতা: আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন (অ্যা রিয়েল পেইন)।

২। সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)।

৩।  সেরা পার্শ্ব অভিনেতা: কাইরান কুলকিন ( অ্যা রিয়েল পেইন)।
 
৪। মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য সাবসটেন্স।
 
৫। ফিল্ম এডিটিং: শন বেকার (আনোরা)।
 
৬। মূল চিত্রনাট্য: শন বেকার (আনোরা)।
  
৭। অভিযোজিত চিত্রনাট্য: পিটার স্ট্রগান (কনক্লেভ)।
 
৮। অ্যানিমেটেড ফিল্ম: ফ্লো
  
৯। অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস।
 
১০। কস্টিউম ডিজাইন: পল টাজেওয়েল (উইকড)।