ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নতুন কুঁড়ির বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম

বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে তাদের তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা। এমনটিই জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি’ ২০২৫ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা অংশ নেয়।

আঞ্চলিক বাছাই, বিভাগীয় বাছাই, চূড়ান্ত বাছাই, সেরা দশ এবং ফাইনাল রাউন্ড শেষে সেরাদের সম্মাননা জানাতে আজ অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।

প্রসঙ্গত, প্রতিভা অন্বেষণে উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ বিটিভির উদ্যোগে ১৯৭৬ সালে এটি শুরু হয়। 

NB/AHA
আরও পড়ুন