সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও।
ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তীকে এক নজর দেখার জন্য তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে নিয়ে নিরাপত্তারক্ষীরা হেঁটে যাচ্ছেন মঞ্চে পৌঁছানোর জন্য। এর মাঝেও অভিনেত্রীকে দেখতে, তার ছবি তুলতে, এমনকি ছুঁয়ে দেখার জন্য ঠেলাঠেলি করছিলেন অনেকেই।
শ্রাবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন একজন যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই অভিনেত্রী তাকে মারার জন্য উদ্যত হন। একজনকে থাপ্পড়ও মারেন তিনি। রেগে যুবককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন এই তারকা।
পরিস্থিতি ভালো না দেখে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই, বেজায় চটেছেন নেটিজেনরা। নায়িকার সঙ্গে এ ধরনের নোংরা, অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন তারা।