বিনোদন ডেস্কঃ রোজা রেখে কেক খেয়ে ফেললেন চিত্রনায়ক অনন্ত জলিল। যদিও পুরো ব্যাপারটি ঘটেছে ভুলবশত। নিজের ভুল বুঝতে পেরে মুখের কেক ফেলে দেন তিনি।
আজ সোমবার (১৭ এপ্রিল) এই নায়কের ৪৫তম জন্মদিন। উদযাপন উপলক্ষ্যে ঘরোয়া পরিবেশে পরিবার-পরিজন ও কাছের লোকদের নিয়ে মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় কেক কাটার আয়োজন করা হয়। এসময় প্রযোজক-পরিচালক ইকবাল ও তার দুই ছেলেকে নিয়ে কেক কাটেন অভিনেতা।
কেক কাটার আনুষ্ঠানিকতার পর ইকবাল অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন। অনন্ত জলিল মুখে কেক নিয়ে খেতে শুরু করলে সামনে থেকে কয়েকজন চিৎকার শুরু করেন, ‘ভাই, রোজা, রোজা...’ এরপর অনন্ত জলিল মুখ থেকে কেক ফেলে দিতে গিয়ে বসে পড়েন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর-দূরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নিজে চিত্রনায়ক হয়ে সিনেমা দেখেন কি না, ‘এ প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই সিনেমা দেখি। তাই সিনেমা দেখাটা মিস হয় না আমার। যখন থেকে সিনেমা লাইনে এলাম, তখন থেকে আরও বেশি করে দেখি।’
উল্লেখ্য, এবারের ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মো. ইকবাল।
বিডি/