বলিউড অভিনেতা হৃতিকের বোন সুনায়না রোশন মাদকাসক্ত ছিলেন। রোশন পরিবারের সবারই দুশ্চিন্তায় দিন কাটত সে সময়। যদিও এমন জটিল সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছিলেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মদ্যপানে আসক্তির বিরুদ্ধে লড়াই এবং সেরে ওঠার বিষয়ে মুখ খুললেন সুনায়না। জানালেন, নানা রোগ বালাইয়ের মধ্য দিয়েই লড়াই চালিয়ে গেছেন তিনি। লড়েছেন ক্যান্সার এবং টিবির মতো রোগের সঙ্গেও।
মদ্যপানের পর নিজেকে বারবার আঘাত করতেন জানিয়ে সুনায়না বলেন, আমি বিছানা থেকে, চেয়ার থেকে পড়ে যেতাম এবং সারা শরীরে আঘাতের চিহ্ন থাকত। নানা যন্ত্রণার মধ্যে ছিলাম। অ্যালকোহলের প্রভাব কমে গেলে নার্ভাস লাগত। তাই আরও বেশি করে পান করতাম। যার পরিণতি ছিল ভয়াবহ। দিনরাত মদ্যপানের ফলে একটা সময় নিজেকেই ঘৃণা করতে শুরু করেছিলেন তিনি।
এ সমস্ত কারণে সুনায়না বিদেশের একটি নেশামুক্তি কেন্দ্রে যান। সেখানকার তিক্ত অভিজ্ঞতাও নিজেই তুলে ধরেছেন তিনি। বলেন, ৬-৭ জন আমাকে বারবার প্রশ্ন করতেন। আমি সেখানে থাকাকালীন প্রায় ২৮ দিন ঘুমাইনি। নানা প্রশ্ন করা হতো আমাকে। ওরা আমার ভেতর থেকে সব কিছু বের করে আনতে চাইতেন। ৬-৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। তবে হ্যাঁ, নেশামুক্তি কেন্দ্রের বিষয়টা কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে।