শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত একই ফ্লাইটে, চলছে গুঞ্জন!

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান পর্দার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও থাকেন তুমুল আলোচনায়। দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর এবার পারিবারিকভাবে তৃতীয় বিয়ের পথে শাকিব, এমনটাই গুঞ্জন ছিল। গুঞ্জন উঠেছিল ডাক্তার পাত্রীকে বিয়ে করবেন তিনি। তখন সবাই সন্দেহের তীর তুলেছিলেন অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের দিকে। এরপর নতুন নতুন ছবিতে ডুবে যান শাকিব। বিয়ের সেই গুঞ্জনও থেমে যায়। এবার মিষ্টি আবারও সেই গুঞ্জনে দোলা দিলেন ফেসবুকে কিছু ছবি পোস্ট করে।

বিষয়টি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েন মিষ্টি। গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথাও বলেছিলেন তিনি। তবে শাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি নায়িকা। খানিকটা রহস্য রেখে নায়িকা বলেছিলেন, শাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে; সময়ই বলে দেবে সব।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতকে। রোববার (১ জুন) মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, 'লাভ লাভ'। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

ছবিগুলো প্রকাশের সঙ্গেই মন্তব্যঘরে সম্পর্কের হিসাব মেলাতে শুরু করেন তাদের ভক্ত-অনুরাগীরা। তাদের অধিকাংশই মন্তব্যঘরে শাকিবের দুই প্রাক্তন অপু বিশ্বাস- শবনম বুবলীদের সতীনের তালিকায় নাম জুড়ে দেন মিষ্টি জান্নাতকে।
  
অনেকে কমেন্ট বক্সে বলেই ফেলেছেন, শাকিবের তিন নম্বর স্ত্রী! আবার অনেকেই শুভকামনাও জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা।  

এদিকে মিষ্টি একটি রিলস শেয়ার করে বললেন অনেকদিন পর তারা একসঙ্গে একই ফ্লাইটে। কলকাতা থেকে ঢাকা যাচ্ছেন। তবে তাদের জার্নিটা খুব সুন্দর ছিল, এটাও ভিডিওতে বলেছেন অভিনেত্রী।
 
তাদের এই ভিডিও দেখে অনেকেই বিয়ের ইঙ্গিত হিসেবে গুঞ্জন ছড়িয়েছেন।
 
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত গুঞ্জন-জল্পনা।