শুটিং সেটে গুরুতর আহত ইমরান হাশমি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

২০২৫ সালটি বলিউডের জন্য যেমন সাফল্যের, তেমনি শোক আর দুশ্চিন্তারও। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানীর প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রিতে এবার নতুন উদ্বেগের নাম অভিনেতা ইমরান হাশমি। রাজস্থানে তার পরবর্তী সিনেমা ‘আওয়ারাপন ২’-এর শুটিং চলাকালে এক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ এর একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন ইমরান হাশমি। স্টান্ট করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলায় তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে, তৎক্ষণাৎ তার শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা কোনো ঝুঁকি না নিয়ে তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও তাকে দীর্ঘ সময় সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করার কড়া নির্দেশ দেন চিকিৎসকরা।

তবে অদম্য সাহসিকতা ও পেশাদারিত্বের এক বিরল নজির স্থাপন করলেন ইমরান। দীর্ঘ বিশ্রাম নিলে সিনেমার শুটিং স্থগিত হয়ে যাবে এবং এতে প্রযোজকের বড় অংকের আর্থিক ক্ষতির সম্ভাবনা ছিল। তাই নিজের শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে অস্ত্রোপচারের অল্প সময়ের মধ্যেই তিনি সেটে ফেরার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান হাশমির একটি ছবি ভাইরাল হয়েছে, যা ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ছবিতে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় প্রবল শারীরিক অস্বস্তি নিয়ে তিনি শট দিচ্ছেন। জানা গেছে, শুটিং সেটে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি এবং কড়া ডায়েট ও ওষুধের মাধ্যমে নিজেকে সামলে রাখছেন।

NB/FJ
আরও পড়ুন