সম্প্রতি সামরিক প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরেছেন চার বিটিএস তারকা আরএম, ভি, জিমিন ও জাংকুক। ইতোমধ্যে জংকুক এক কনসার্টে অংশ নেন। সেই কনসার্টে বিতর্কিত টুপি পরে মঞ্চে ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ঘটনার পর দ্রুতই আর্মিদের (বিটিএস ভক্তদের নাম) কাছে ক্ষমা চেয়েছেন এই তারকা।
১৩ জুন বিটিএস সদস্য জে-হোপের ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে অংশ নেন জংকুক। রিহার্সালের সময় তার পরা টুপিতে লেখা ছিল ‘Make Tokyo Great Again’। টুপির এই বার্তাটি অনেক ভক্ত ও নেটিজেনদের কাছে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে হয়েছে। ফলে মুহূর্তেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এরপরই জংকুক ক্ষমা প্রার্থনা করেন।
কোরিয়ান সময় অনুযায়ী ১৪ জুন ভোররাতে উইভার্স অ্যাপে এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান জংকুক। তিনি লেখেন, আমি দীর্ঘ সময় পর আপনাদের সামনে এসে আবার লিখতে বাধ্য হচ্ছি, যা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করছে। আজকের রিহার্সালে আমার পরা টুপির লেখাটি যেভাবে হতাশা ও অস্বস্তি তৈরি করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমি টুপির ওই বার্তার ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারিনি, এবং সচেতনতার অভাবে এই ভুল করেছি। এটি সম্পূর্ণ আমার অসতর্কতা ও দায়িত্বহীনতা ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না।
আমি সব সমালোচনা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে আরও সচেতন ও দায়িত্বশীল হবো। আমি সঙ্গে সঙ্গেই টুপিটি ফেলে দিয়েছি। আবারও আমি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি।
সূত্র: দ্য টেলিগ্রাফ