বিটিএস ফিরছে মার্চে

অবশেষে অপেক্ষার পালা শেষ করে দীর্ঘ বিরতির পর কাজে ফিরছে বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস। ভক্তদের জল্পনার অবসান ঘটিয়ে হাইব জানিয়েছে, আগামী বছরের মার্চে একসঙ্গে মঞ্চে ফিরছে ব্যান্ডের সাত সদস্য।

বিটিএসের মূল প্রতিষ্ঠান হাইবের বরাতে কোরিয়া হেরাল্ড জানিয়েছে, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে বিটিএস সদস্য আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক ফিরেছেন। সবশেষ সদস্য হিসেবে সুগা বাকি ছিলেন। শনিবার (২১ জুন) তিনিও ফিরেছেন।কোরিয়ান ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

হাইবের এক কর্মকর্তা বলেছেন, বিটিএস মার্চে ফিরবে। 

হাইব আগেই জানিয়েছে, সামরিক সেবা শেষে সদস্যদের প্রস্তুতির জন্য সময় লাগবে। তাই দ্রুত নয়, একটু সময় নিয়েই ফিরবে বিটিএস। বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগ হিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি।

কোরিয়ান ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

এদিকে, বিটিএস তারকা জিন ২৮ জুন থেকে তার একক কনসার্ট ট্যুর শুরু করতে যাচ্ছেন। যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে বিটিএসের ফেরার সম্ভাবনা কম। তবে ভক্তদের জন্য প্রি-রিলিজ সিঙ্গেল বা অন্য কোনো চমক থাকতে পারে।