এক রিসোর্টে ব্যাচেলর পার্টি আয়োজন করে পাঁচ বন্ধু। গভীর রাত পর্যন্ত চলে হুল্লোড়। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই তারা যেন ভিন্ন এক জগতে; চারপাশে সবকিছু লন্ডভন্ড, আসবাবপত্র ভাঙা, রুমের অবস্থা ভয়াবহ। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয়, কীভাবে এসব হলো, কারও কিছুই মনে নেই! মাথায় আসে কিছু টুকরো টুকরো ঘটনা, আর সেই মুহূর্ত থেকেই তাদের মিশন শুরু; পার্টির রাতের রহস্য ভেদ করা।
এই রহস্যময়, মজাদার গল্প নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে নতুন নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’।
রাহাত কবিরের পরিচালনায় নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন এবং শাকিল শাহসহ আরও অনেকে।
নির্মাতা রাহাত কবির জানান, ‘নাটকটি কমেডি-সাসপেন্স ঘরানার। দর্শক হাসির সঙ্গে সঙ্গে কৌতূহলেও ভরপুর থাকবেন; কী হয়েছিল কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। সবাই চরিত্র অনুযায়ী অসাধারণ পারফর্ম করেছে। আমি খুবই সন্তুষ্ট। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
জানা গেছে, ‘ফাইভ গো ওয়াইল্ড’ নাটকটি মুক্তি পাবে আগামী ২ আগস্ট, শনিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।