শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। তারই ধারাবাহিকতায় বেসরকারি একটি টিভি চ্যানেলে (১ আগস্ট) থেকে প্রচার শুরু হবে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’।

গল্পে দেখা যাবে, মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি। 

এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

রোমান্টিক থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’ আজ থেকে রাত ৯টায় প্রচার শুরু হচ্ছে। ২৫০ পর্বের এ ধারাবাহিকে মোস্তফা-আইসেগুলের প্রেম, গডফাদার বাহরি ও মাফিয়া দুনিয়ার টানাপোড়েন ঘিরে গল্প এগোবে।

ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।