জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’ প্রকাশিত হয়েছে। ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। গানটির ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানি। পরিচালনা করেছেন মোহন ইসলাম। রোমান্টিক ঘরানার গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর ও সংগীত করেছেন অমিত কর।
এর আগে ১০ জুলাই প্রকাশিত হয়েছিল আসিফের আরেকটি গান ‘ভীষণ কান্না পায়’। গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। এই গানের ভিডিওতে নিজেই অংশ নিয়েছেন আসিফ। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।
আসিফ বলেন, ‘সবসময় শ্রোতা-দর্শকদের পছন্দ মাথায় রেখেই গান তৈরি করি। নতুন গানগুলো নিয়েও আশাবাদী। সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।