জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের অভিনয়জীবনে একটি অবিচ্ছেদ্য নাম হুমায়ূন আহমেদ। গুণী এই কথাসাহিত্যিক ও নির্মাতার বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জাহিদ হাসান পেয়েছেন জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তা। সেই কাজের সূত্র ধরেই গড়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যার ছায়া জাহিদের জীবন ও বিশ্বাসে এখনও রয়ে গেছে।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সেই স্মৃতিরই এক টুকরো ভাগ করে নেন জাহিদ হাসান।
পডকাস্ট উপস্থাপক বলেন, নয় বছর আগে আপনি আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন- ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু, ইয়া মুকাদ্দিমু। এখনো প্রতিটি কাজের আগে আমি সেটি পড়ি।
উত্তরে জাহিদ হাসান জানান, এই দোয়াটি আমি শিখেছি হুমায়ূন আহমেদের কাছ থেকে। উনি একদিন বললেন, ‘জাহিদ, শোনো প্রথমে সূরা ফাতিহা পড়ো, এরপর তিনবার কূল পড়ে, তারপর ইয়া মুকাদ্দিমু তিনবার বলে বুকে ফু দিয়ে শুটিংয়ে যাও।’ আমি জানতে চাইলাম, এটা কীসের জন্য? হুমায়ূন ভাই বললেন, ‘এর মানে হচ্ছে, আল্লাহ পাক আমাকে জয়ী করো।’ তার কথায় বিশ্বাস ছিল। আমি সেটা নিজের ভেতরে ধারণ করে নিয়েছি।
তিনি আরও যোগ করেন, আমরা জন্মগতভাবে মুসলমান। আল্লাহকে সাক্ষী রেখে কোনো কাজ শুরু করলে এক ধরনের আস্থা তৈরি হয়।
পডকাস্ট উপস্থাপকও সহমত প্রকাশ করে বলেন, দোয়াটি পড়লে এক ধরনের আত্মবিশ্বাস চলে আসে, মনে হয় সবকিছু ঠিকঠাক হবে।
জাহিদ হাসানের মুখে হুমায়ূন আহমেদের এই দোয়ার গল্প প্রমাণ করে, একজন শিল্পীর জীবনে তার গুরু বা পথপ্রদর্শকের প্রভাব কতটা গভীর হতে পারে। শুধু অভিনয় নয়, ব্যক্তিগত বিশ্বাস ও মানসিক প্রস্তুতির দিক থেকেও হুমায়ূন আহমেদ ছিলেন অনেকের অনুপ্রেরণা।