বিতর্ক যেন চিরসঙ্গী অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহানের। ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় নানা প্রশ্ন ও ট্রোলের মুখোমুখি হলেও, এবার স্পষ্ট করলেন নিজের অবস্থান। বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে বিয়ে নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, আমি বিয়ে করেছি, হ্যাঁ, সেটা আইনিভাবে হয়নি। রেজিস্ট্রি করার সময় পাইনি। ২০১৯ সালে তুরস্কে রাজকীয় আয়োজনের মাধ্যমে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ করেছিলেন তিনি। তবে সেই বিয়ের কোনও আইনি বৈধতা ছিল না বলেই জানান অভিনেত্রী।
নুসরাত বলেন, তাদের (নিখিলের পরিবারের) পক্ষ থেকে একটা আইনজীবীর চিঠি এসেছিল। সেখানে লেখা ছিল, যেহেতু এই বিয়েটা রেজিস্ট্রার করা হয়নি, তাই এটা বিয়ে নয়। সেটাই আমি বলার চেষ্টা করেছিলাম। কিন্তু হয়তো ঠিক করে বোঝাতে পারিনি, তাই আমার কথা ভুলভাবে পৌঁছেছিল।
২০১৯ সালের বিয়ের পর সংসদে ‘নুসরাত জাহান রুহি জৈন’ নামেও পরিচয় দিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই শুরু হয় বিতর্কের ঝড়। ২০২১ সালে হঠাৎই বিবৃতি দিয়ে জানান, নিখিলের সঙ্গে তিনি লিভ-ইনে ছিলেন, বিয়ে নয়। এই ঘোষণার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
এ বিষয়ে নুসরাত বলেন, কোনও মূর্খই এমন কাজ করবে না যে বিয়ে করে পার্লামেন্টে গিয়ে নিজের নাম বদলে দেয়, আবার পরে বলে সে বিয়ে করেনি। তাহলে তো সত্যিই আমাকে পাগলাগারদে পাঠানো উচিত ছিল! আমি মিথ্যে বলিনি। কিন্তু আমার বক্তব্য ঘুরিয়ে পেঁচিয়ে প্রচার করা হয়েছিল।
টলিপাড়ায় গুঞ্জন, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠ হন নুসরাত। এরপর নিখিলের বাড়ি ছেড়ে যশের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকেন তিনি। বর্তমানে তারা একসঙ্গে বসবাস করছেন এবং এক সন্তানের অভিভাবক।
পেশাগত সাফল্যের পাশাপাশি, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও সিদ্ধান্ত নিয়ে বারবার সংবাদের শিরোনামে এসেছেন নুসরাত জাহান। তবে এবার নিজেই জানালেন বিয়ে হয়েছিল, তবে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।