খাদ্যে বিষক্রিয়া নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী চমক

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক  খাদ্যে বিষক্রিয়া ও পরিবেশ দূষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন।

চমক লিখেছেন, 'আমরা শুধু ব্যবসাটাই দেখি, অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, তা কেউ দেখি না।'

তিনি লিখেন, এক সময় বাংলার প্রকৃতি ছিল নদী, খাল, বিল আর মাঠে ভরা, কিন্তু আজ সেই মাটি, পানি ও বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকের কারণে।

এর ফলে অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছসহ জীবনের নীরব সহযোদ্ধারা। কৃষকের শরীরে ঢুকছে বিষ, আর ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হয়ে উঠছে অরক্ষিত।

সবশেষে চমক সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।