সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ করে প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সংগীত, জাদুঘর ও থিয়েটার বিষয়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্ব আরোপ করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের নতুন সাংস্কৃতিক জগৎ উন্মোচনের ব্যাপারে আলোচনায় উঠে আসে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। বিশেষ করে বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তার বাস্তব রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয় ফারুকী ও মিলারের মধ্যে।