ঢাকায় আসছেন পাকিস্তানের দুই হিপহপ গায়ক

আগামী অক্টোবরে গান গাইতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় হিপহপ জুটি তালহা আনজুম ও তালহা ইউনুস। আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়োজকরা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

শৈশব থেকেই বন্ধু তালহা আনজুম ও তালহা ইউনুস। স্কুলজীবনে তারা একসঙ্গে গড়ে তোলেন ‘ইয়াং স্টানার্স’ নামের ব্যান্ড। তাদের হাত ধরেই পাকিস্তানে জনপ্রিয়তা পায় উর্দু র‍্যাপ।

২০১৩ সালে প্রকাশিত ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে আলোচনায় আসেন তারা। পরে ‘ম্যালা মজনু’ ও ‘লাম সাই চৌরা’র মতো গান বিপুল জনপ্রিয়তা পায়। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।