সিনেমা হলে দর্শকের কাঁধে দেবতার ভর

ভারতে চলচ্চিত্র ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ দেখতে গিয়ে কিছু দর্শকের অস্বাভাবিক আচরণ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সিনেমা চলাকালীন কেউ কাঁদছেন, কেউ দেবতার নাম জপ করছেন, আবার কেউ আচমকা চিৎকার করে হাত-পা ছুড়ছেন, এমন দৃশ্য দেখা গেছে বলে জানা যায়।

ঋষভ শেঠি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২ অক্টোবর। মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও। সেখানে দেখা যায়, দর্শকেরা কখনও ভক্তির আবেগে অভিভূত, কখনও পর্দার দিকে প্রণাম করছেন। অনেকে দাবি করছেন, সিনেমা দেখার সময় তাদের ওপর ‘দেবতার ভর’ করছে।

তবে এ নিয়ে দ্বিমতও আছে। অনেকেই মনে করছেন, এসব আচরণ ভক্তির প্রকাশ নয়, বরং এক ধরনের মানসিক প্রতিক্রিয়া বা আবেগের বহিঃপ্রকাশ।

‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর কাহিনি গড়ে উঠেছে খ্রিস্টাব্দ ৩০০ সালের কর্ণাটকের প্রেক্ষাপটে, যেখানে কাদম্বরাজবংশের সময়কার বনবাসী জনগোষ্ঠীর মধ্যে ‘পাঞ্জুরলি’ ও ‘গুলিগা’ নামের দুই দেবতার উপকথা ঘিরে গল্পটি আবর্তিত। পুরাণ, লোকবিশ্বাস ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে নির্মিত এই সিনেমা দর্শকের মাঝে গভীর প্রভাব ফেলছে বলেই মত বিশ্লেষকদের।

মুক্তির তিন দিনের মাথায় ছবিটি আয় করেছে প্রায় ১৬৩ কোটি রুপি। তবে বক্স অফিস সাফল্যের চেয়েও বেশি আলোচনায় এখন সিনেমা হলে দর্শকদের এই ব্যতিক্রমী প্রতিক্রিয়াই।