অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মুনিবা শাহকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে পেশোয়ারের রিং রোডে অজ্ঞাত হামলাকারীরা তার রিকশা লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

রোববার (১২ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

পেশোয়ার পুলিশ সূত্রে জানা গেছে, রিং রোডের কাছে রিকশাটিকে লক্ষ্য করে হামলাকারীরা একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। মুনিবা শাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।

এ ঘটনায় রিকশা চালকও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হামলার ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের স্বার্থে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বুলেটের খোলসসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে ও গ্রেপ্তার করতে তল্লাশি অভিযান চলছে।

তদন্তকারীরা এই হামলার পেছনের সম্ভাব্য কারণ বা উদ্দেশ্য জানতে কাজ করছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।