বলিউড অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অনলাইনে নেগেটিভ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ সত্যিই ক্লান্তিকর।
তিনি বলেন, ‘বিকিনি পরা ছবির জন্য চাপ দেওয়া হয়, আবার পোস্ট করলে সমালোচনা করা হয়। এই দ্বিচারিতা লজ্জাজনক।’
হুমার মতে, রাস্তায় নারীদের কুরুচিকর মন্তব্যের জন্য যেমন শাস্তি থাকে, অনলাইনেও একই ধরনের আচরণের জন্য ব্যবস্থা হওয়া উচিত।
তিনি বলেন, ইনবক্সে অশ্লীল ছবি পাঠানো বা অশোভন মন্তব্য করা হলে তারও শাস্তি থাকা উচিত। নারীরা কীভাবে পোশাক পরবেন, কখন বাইরে যাবেন বা কীভাবে জীবনযাপন করবেন—এসব নিয়ে আর কোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা উচিত নয়।
অন্যদিকে, ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজে অভিনয়ের মাধ্যমে হুমা সমালোচক এবং দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।