ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের সিরিজ মহারানীর পর অভিনেত্রী হুমা কুরেশি বলিউডে নিজের আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন। মহারানী সিরিজে হুমা ‘রানী ভারতী’র চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) ‘মহারানী থ্রি’ সিরিজটি মুক্তি পেয়েছে।
গতবারের তুলনায় এবার হুমাকে আরও বেশি সাহসী ও দাপুটে ভূমিকায় দেখা দেখা গেছে। সিরিজটির প্রচারের সময় তিনি নিজের ক্যারিয়ারের উত্থান-পতন নিয়েও কথা বলেছেন।

অভিনেত্রী হুমা ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। তিনি নিজের প্রথম ছবির কথা স্মরণ করে বলেন, প্রথম ছবির পর মানুষ আমাকে চিনতে শুরু করেছিল। আমি অনেক বড় বড় ছবিতে কাজ করেছি। তবে মহারানী করে আমি সন্তুষ্ট হয়েছে, আগে কখনো এতটা সন্তুষ্ট হতে পারিনি। এ সিরিজটির কারণে আমি আলাদা পরিচিতি পেয়েছি।
হুমা মহারানী মুক্তির প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে বলেন, মূলত আমাকে ঘিরেই সিরিজটির কাহিনি। এই সিরিজের পর দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। আজ আমি যে উচ্চতায় পৌঁছেছি, সেখানে দাঁড়িয়ে মনের মতো কাজ নির্বাচন আর ন্যায্য পারিশ্রমিক দাবি করতে পারি।
এর আগে হুমা বদলাপুর, দেঢ় ইশকিয়ার মতো ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন। ‘মহারানী থ্রি’ দিয়ে আবারও নতুন চমক দিতে চলেছেন তিনি।

