বিনোদন জগতে এক বড়সড় ঘটনার জন্ম দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও অধিগ্রহণ করে নিল জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ৭২০০ কোটি ডলারের (72 বিলিয়ন মার্কিন ডলার) বিশাল চুক্তির মাধ্যমে এই সংস্থা হস্তান্তর সম্পন্ন হয়েছে। এই চুক্তির ফলে এইচবিও ম্যাক্স (HBO Max), এইচবিও (HBO) সহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিও এখন নেটফ্লিক্সের অধীনে।
দীর্ঘদিন ধরেই বিনোদন জগতে গুঞ্জন চলছিল যে, ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা হাতবদল হতে চলেছে। নিলামে কমকাস্ট (Comcast) এবং প্যারামাউন্ট স্কাইডান্সের (Paramount Skydance) মতো প্রভাবশালী সংস্থাগুলো এগিয়ে থাকলেও, সকলকে পিছনে ফেলে শেষ হাসি হাসল নেটফ্লিক্স। পাশ্চাত্যের অন্যতম প্রভাবশালী এই বিনোদন সংস্থা এখন নেটফ্লিক্সের হাতে।
এই অধিগ্রহণের ফলে নেটফ্লিক্স হাতে পেল ওয়ার্নার ব্রাদার্সের মালিকানাধীন 'হ্যারি পটার' (Harry Potter) এবং 'গেম অফ থ্রোন্স' (Game of Thrones) এর মতো বিপুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বত্ব। এটি হলিউড এবং সেখানকার মিডিয়া ইন্ডাস্ট্রিকে নতুন করে সাজিয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস (Ted Sarandos) এই চুক্তি প্রসঙ্গে বলেন যে, ওয়ার্নার ব্রাদার্সের শো এবং 'ক্যাসাব্লাঙ্কা'র (Casablanca) মতো ক্লাসিক সিনেমার বিশাল ভান্ডার নেটফ্লিক্সের 'ফ্রেন্ডস' (Friends) এর মতো সিরিজের সঙ্গে একীভূত হবে। তার কথায়, এর ফলে "আমরা দর্শককে তাদের পছন্দের জিনিসগুলি আরও বেশি করে দিতে পারব এবং আগামী গল্পগুলি বলার ক্ষেত্রে সহায়তা করতে পারব।" তিনি এটিকে আগামী দিনে নেটফ্লিক্সকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার একটি ‘বিরল সুযোগ’ হিসেবে দেখছেন।
তবে এই বিশাল একীভূতকরণ অন্যান্য প্রতিযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে নেটফ্লিক্সের জন্য নতুন ধরনের বাধার সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক।