ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে একটি হলো ইমরাউল রাফাতের ‘আনারকলি’।
১২ ফেব্রুয়ারি একান্ন মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এতে ফারিণের সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে আনারকলি নাটকের একটি গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটিতে একেবারে নতুনভাবে হাজির হয়েছেন এ অভিনেত্রী। এর আগে এমনভাবে দেখা যায়নি তাঁকে।
পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্প ও চরিত্রের প্রয়োজনে গানটি ব্যবহৃত হয়েছে। আনারকলি নাটকে ফারিণকে দেখা যাবে ড্যান্সারের চরিত্রে।’
নির্মাতা আরও জানান, সন্ধ্যা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত গানটির শুটিং করেছেন ফারিণ। লোকাল বয় গানটি গেয়েছেন ‘নয়া দামান’খ্যাত গায়িকা তোশিবা। সালাউদ্দিন সাগরের লেখা গানে সংগীতায়োজন করেছেন প্রীতম।