ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। দেশের ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে একাই রাজত্ব করছেন শাকিব। সম্প্রতি তার অভিনিত আরেকটি সিনেমার খবর প্রকাশ পেয়েছে। গুঞ্জণ ছিলো ‘প্রিন্স’ নাএমর ঐ সিনেমায় সাকিবের নায়িকা হচ্ছেন বাংলার প্রিয়তমা খ্যাত ইধিকা পাল।
তবে গুঞ্জনের সুরে পানি ঢেলে সামনে এসেছে সত্য। আর তাতে জানা গেছে ‘প্রিন্স’ সিনেমায় প্রথমবারের মতো শাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণ। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নতুন এই জুটিকে।
ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। এর আগে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল। তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।
‘প্রিন্স’ ছবির প্রযোজনা টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইধিকাকে বাদ দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ ইধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া। এরই মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা ও নানামাত্রিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কলকাতার প্রতিষ্ঠিত ও খ্যাতিমান তারকা অভিনেতারাও যে অঙ্কের পারিশ্রমিক পান না, নতুন অভিনেত্রী হিসেবে ইধিকা কীভাবে বাংলাদেশ থেকে ওই অঙ্ক নিচ্ছেন?
নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা : স্পর্শিয়া