ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার ‘পুষ্পা’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। মুক্তির পরেই সিনেমাটি রচনা করে নতুন এক ইতিহাস।
টিজার থেকে লুক, সবটাই হয় তুমুল জনপ্রিয়। ওই সিনেমায় তিনি পারিশ্রমিক নেন ৪৫ কোটি টাকা। ‘পুষ্পা’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর এবার ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় দ্বিগুণ। অর্থাৎ ৮৫ কোটি টাকা। অবশ্য তার কারণও আছে। পুষ্পার পর ‘পুষ্পা ২: দ্য রুল’-এও তিনি চরিত্রের খাতিরে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। দর্শক দেখবেন আরও এক কদম এগিয়ে থাকা আল্লু অর্জুনকে।
ইউটেউবে প্রকাশিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার টিজারে দেখা গেছে, সবার প্রিয় পুষ্পার খোঁজ চলছে। সর্বত্রই তোলপাড়, তার গায়ে গুলিও লেগেছে। অনেকে মনে করে সে মৃত। এভাবেই এগোতে থাকে গল্প। পরে জানা যায়, সে জীবিত। তখনই সবাই আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে।
সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ আগস্ট ‘পুষ্পা ২: দ্য রুল’ সিমেনাটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিনেমাটির নির্মাতা সংস্থা ‘মিথরি মুভি মেকার্স’।
উল্লেখ্য, ২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পুষ্পা। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা ২’। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন।