ফেসবুকে নিজের বাগদানের ছবি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে কবে বাগদান হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। এরপর হবু বরকে নিয়ে উড়াল দেন শ্রীলংকায় আর ঈদ উদযাপন করেন সেখানে।
এবার এলো নতুন খবর, তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর কথা অনুযায়ী আজ তাদের বিয়ে! বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে চমক নিজেই এ কথা জানান ।
ফেসবুকে পোস্টে তিনটি ছবিও জুড়ে দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়া।’
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে বোঝা যায় ছবিগুলো গায়ে হলুদের অনুষ্ঠানের। সেখানে সবুজ রঙের শাড়িতে ও রজনীগন্ধা ফুলে সাদামাটাভাবে সেজেছেন চমক। অন্যদিকে, তার হবু বর কমলা রঙের পাঞ্জাবি পরেছেন।
এদিকে সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী, চমকের ওই পোস্টে সবাই শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, সত্যি? কনগ্রাচুলেশন। শুভ কামনা। অভিনেতা সাজু খাদেম লিখেছেন, কনগ্রাচুলেশন। নির্মাতা হাসান রেজাউল লিখেছেন, কও কি..!! হাছা নি...!! সাব্বাস- অভিনন্দন।
জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে হবু স্বামীকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।