সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে কোমল পানীয় 'কোকাকোলা' বয়কটের ডাক দিয়েছিল দেশের একটি মহল। তবে বয়কটের ডাক দেওয়া এই কোমল পানীয়-এর বিজ্ঞাপনে কাজ করে তীক্ষ্ণ সমালোচনার মুখে পড়েন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবন ও তার সহশিল্পীরা। কাজ নিয়ে বিতর্কের জেরেই এবার সাইবার হামলায় ফেসবুক অ্যাকাউন্ট ও অফিসিয়াল পেজ খোয়ালেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ এবং সাইবার ফোর্স- উই ফাইট ফর বাংলাদেশ নামের ফেসবুক গ্রুপ থেকে এমন দাবি করা হয়।
শনিবার (২৯ জুন) সকাল থেকে বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কিত এই অভিনেতার ফেসবুক পেজ হঠাৎ উধাও হয়ে যায়। সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজটির খোঁজ করা হলে তা পাওয়া সম্ভব হয়নি। এদিকে হ্যাকারদের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। এ ছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা।
সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে। সমালোচিত পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে অংশ নেওয়ার জেরে এমন হামলা চালানো হয়েছে বলে দাবি করে এই সাইবার সংগঠনটি।
শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে, এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার ৭১ এক ফেসবুক পোস্টে জানায়, এ সফলতা আপনাদের। পেজ হ্যাক করা হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি সমালোচিত পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে শরাফ আহমেদ জীবনের কাজ নিয়ে বিতর্ক ওঠে। যদিও পরবর্তীতে তিনি ফেসবুকে পোস্ট করে আরও সচেতন হয়ে কাজ করার কথা জানান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনওই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’