মৃত্যুর পরেও যুক্তরাজ্যের টপ চার্টে লিয়ামের গান

মৃত্যুর পরেও যুক্তরাজ্যের টপ চার্টে লিয়ামের গাননতুন করে ফের আলোচনায় উঠে এসেছে ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে ১৬ অক্টোবর মারা যান ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইন। সংগীতঙ্গনের এই নক্ষত্রের মৃত্যুতেইএযন ফের চর্চায় উঠে এসেছে ওয়ান ডিরেশকন ব্যান্ডের গানগুলো। এতে লিয়ামের মৃত্যুর সপ্তাহ না পেরোতেই ওয়ান ডিরেশকন ব্যান্ডের পাঁচটি অ্যালবাম উঠে এসছে যুক্তরাজ্যের টপ চার্টের তালিকায়।

তালিকার প্রথমেই রয়েছে ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘মিডনাইট মেমোরিস’, সেরা ৪০-এ এর অবস্থান ১৩। অফিশিয়াল চার্ট কোম্পানি জানিয়েছে, অ্যালবামটির বিক্রি ও স্ট্রিমিং বেড়েছে ৫১৭ শতাংশ। এ ছাড়া তালিকার ২১ নম্বরে ‘মেড ইন দ্য এ.এম’, তালিকার ২২ নম্বরে ‘ফোর’, ২৫ নম্বরে ‘টেক মি হোম’ ও ৩৮ নম্বরে রয়েছে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আপ অল নাইট’।

ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইন। ছবি: সংগৃহীত

এ ছাড়া ওয়ান ডিরেকশনের তিনটি একক গানও টপ চার্টের সেরা ৪০- এর তালিকায় ফিরেছে। এর সঙ্গে লিয়াম পেইনের গাওয়া সবশেষ একক ‘টিয়ারড্রপস’ও জায়গা নিয়েছে সেরা ১০০ চার্টে। তালিকায় এর অবস্থান ৮৫।

লিয়াম পেইনের জন্ম ১৯৯৩ সালের ২৯ আগস্ট উলভারহ্যাম্পটনে। ছোটবেলা থেকেই খেলাধুলায় খুব উৎসাহী ছিলেন। নাম লিখিয়েছিলেন উলভারহ্যাম্পটন অ্যান্ড বিলস্টন অ্যাথলেটিকস ক্লাবে। রানার হিসেবে বেশি নাম করেছিলেন, বক্সিংয়েও সুনাম ছিল বেশ। তবে ১২ বছর বয়সে এক ফুটবল ম্যাচে ২৬ হাজার দর্শকের সামনে গান গাওয়ার পর লিয়ামের জীবনের গতিপথ বদলে যায়।

এরপর নাম লেখান জনপ্রিয় ব্রিটিশ টিভি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ। এখানেই পরিচয় হয় নিয়াল হোরান, লুইস টমিলসন, হ্যারি স্টাইলস, জায়ান মালিকদের সঙ্গে। তাদের দল রিয়েলিটি শোতে তৃতীয় হয়। জন্ম হয় ওয়ান ডিরেকশনের। তবে আলোচিত এই গায়কের পথচলা থেমে গেল মাত্র ৩১ বছর বয়সেই।