মানুষের ভাবনা প্রকাশের অন্যতম ভালো মাধ্যম ভাষা। ভাষা এমন এক সেতু যার মধ্য দিয়ে মানুষ তার চিন্তা, অনুভূতি, ধারণা, অভিজ্ঞতা একে অপরের সঙ্গে বিনিময় করতে পারে।
শান্তিকামী একদল মানুষ বিশ্বাস করে, একে অপরের সঙ্গে যোগাযোগ বা কথা বলার মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। তাই মানুষে মানুষে যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন থেকে এসেছে ‘বিশ্ব হ্যালো দিবস’।
দিবসটি যেভাবে উদযাপন করবেন
বিশ্ব হ্যালো দিবসের মধ্যে নিহিত রয়েছে ব্যক্তিগত জীবনে যোগাযোগের তাৎপর্য। সংকোচ, অহংকার কিংবা আত্মগরিমা ছেড়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহ প্রদান করে এই দিনটি।
দিবসটি উদযাপনের জন্য আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে আজ যোগাযোগ করতে পারেন। ‘হ্যালো’ বলে তাদের জানিয়ে দিন যে, তাঁরা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে।
যাদের সঙ্গে অনেকদিন কোনো যোগাযোগ করা হয় না, বা ইচ্ছা হলেও যাদের সঙ্গে কখনো কথা বলা হয়নি, তাঁদের সঙ্গে যোগাযোগ শুরুর জন্যও আজ বেশ ভালো সুযোগ রয়েছে কিন্তু!
যেভাবে এল দিনটি
১৯৭০ সাল। মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক, অজানা আশঙ্কা। মুখোমুখি অবস্থানে ইসরায়েল ও মিশর। মিশরের সমর্থনে আছে সিরিয়াও। যুদ্ধপরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে পুরো জনপদ।
তখনও কিছু মানুষ বলছিলেন, যুদ্ধ নয়, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে এই বিরোধের নিষ্পত্তি করুন। তাহলে প্রাণহানি যেমন থামানো যাবে, বিশ্বের সীমিত সম্পদের ক্ষতিও ঠেকানো যাবে।
তিন বছর ধরে যুদ্ধের দামামা বাজিয়ে, ১৯৭৩ সালের ৬ অক্টোবর শুরু হয় অক্টোবর বা ইয়োম কিপপুর যুদ্ধ। ২৫ অক্টোবর পর্যন্ত চলা ওই যুদ্ধে হাজার হাজার সেনা ও বেসামরিক মানুষ প্রাণ হারান। অনেক সেনা সদস্যরা যেমন নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড।
যুদ্ধ বেঁধে গেলেও আলোচনার মধ্য দিয়ে যে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব, তার ওপর পূর্ণ বিশ্বাস রাখেন অ্যারিজোনা স্টেস ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ব্রায়ান ম্যাককরমেক এবং হার্ভার্ড ইউনিভার্সিটির গ্র্যাজেুয়েট মাইকেল ম্যাককরমেক। আর সেই বিশ্বাসটি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়োজন অনুভব করলেন তারা।
যুদ্ধের সেই ভয়াবহতা বিবেচনায় নিয়ে ১৯৭৩ সালের ২১ নভেম্বর প্রথম হ্যালো দিবস উদযাপন করেন দুই ম্যাককরমেক। এখন বিশ্বের প্রায় ১৮০টি দেশে এই দিনটির উদযাপন করা হয়।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই দিনটির সম্ভাবনা অনুধাবন করতে পেরেছেন ৩১ নোবেল জয়ী। তাই দিনটি উদযাপনের পাশাপাশি যারা বিশ্ব শান্তিতে অবদান রাখতে চান, তাদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।