শত সহস্রবার ভেবেও না মিলেছে কূল, না মিলেছে কিনারা; প্রিয় মানুষটিকে আজ বলা হয়ে ওঠেনি ভালোবাসার কথা! কেন বলা হয়ে ওঠেনি? অজানা আতঙ্ক, অজানা ভয় বরাবরই পিছু ডেকেছে, পথ আগলে রেখে আর সামনে এগোতে দেয়নি। যদি প্রত্যাখ্যান করে সে? যদি করে অভিমান! এত দিনের বন্ধু বন্ধু সম্পর্কটা বা পরিচিত আগলের চেনা ফিরতি হাসিটাও যদি আর ধরা না দেয়? তখন তো যেটুকু আছে তাও জলে যাবে।
এসব ভেবে যাঁরা দিন পার করছিলেন, তাঁরা এবার একটু সাহস করুন। বুঝতেই তো পারছেন ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গেছে। প্রকৃতিও সেজে উঠতে শুরু করেছে বসন্তের সাজে। তবে কেন এই রৌদ্র ঝলমলে দিনেই ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছেন না তাঁকে?
আজ ৮ ফেব্রুয়ারি, প্রোপোজ ডে। অর্থাৎ প্রেম প্রস্তাব জানানোর দিন। সারা বিশ্বে আজ প্রোপোজ ডে পালন করা হচ্ছে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষটাকে মনের কথা জানাতে পারেন আজকের দিনে।
