ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন বাংলাদেশি গায়িকা জেফার ও উপস্থাপক রাফসান সাবাব। গত ১৫ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দেখা যায় তাদের। সেখানে দুজন পাশাপাশি বসেন বেশ খোশমেজাজে পছন্দের খাবারের অর্ডার দেন।
এ সময় রাফসানের পরনে ছিল গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে দুজনের পরিবারের সদস্যরাও অবস্থান করছেন সেখানে।
এদিকে শোবিজ দুনিয়ার অনেকেরই দাবি, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রাফসান-জেফার। গুঞ্জন রয়েছে, গোপনে নাকি বিয়েও সেরে ফেলেছেন তারা। যদিও এখনও প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই।
উল্লেখ্য, গত বছর সাবেক স্ত্রী সানিয়া এশার সঙ্গে ডিভোর্সের পরই গায়িকা জেফার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল উপস্থাপক রাফসান সাবাবের। এ কারণেই নাকি বিচ্ছেদ হয়েছিল তাদের। তবে সেসময় জোর গলায় এই গুঞ্জনকে অস্বীকার করেছিলেন রাফসান-জেফার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।