১৫টি দেশে সংগীতসফর করবেন বিটিএস তারকা জে-হোপ

জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড বিটিএসের সদস্য জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে ব্যান্ডটির কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছর অক্টোবরে। তবে  মিডিয়ায় তেমন একটা উপস্থিতি  না থাকলে কয়েকটি ফ্যান ইভেন্টে যোগ দিয়ে ছিলেন তিনি।

বিটিএসের বাইরে আগেও নিজের একক গান প্রকাশ করেছেন জে-হোপ। একক ক্যারিয়ার সমৃদ্ধ করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন তিনি। শুরু করছেন নিজের প্রথম একক ওয়ার্ল্ড ট্যুর। ‘হোপ অন দ্য স্টেজ’ নামের সফরটি শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১ জুন। সফরে এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গান শোনাবেন তিনি।

ছবি: সংগৃহীত

নিজের জন্মশহর সিউলে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ তিন দিনের কনসার্ট দিয়ে সংগীতসফরটি শুরু করবেন জে-হোপ। এরপর ১৫টি দেশে ৩১টি কনসার্ট করবেন তিনি।

সফরের তালিকায় রয়েছে সিঙ্গাপুর, ব্রুকলিন, শিকাগো, মেক্সিকো সিটি, ফিলিপাইনের ম্যানিলা, জাপানের সাইতামা ও ওসাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের ম্যাকাও, তাইওয়ানের তাইপে, থাইল্যান্ডের ব্যাংকক।

ভক্তরা আশা করছেন, এ সফরে বিটিএস ও নিজের জনপ্রিয় গান ছাড়াও কিছু নতুন গান গাইবেন জে-হোপ। থাকতে পারে ‘চিকেন নুডলস স্যুপ’, ‘অন দ্য স্ট্রিট’ অথবা ‘রাশ আওয়ার’র মতো শ্রোতানন্দিত গান। সারা বিশ্বের শ্রোতাদের মন কাড়তে সাউন্ড ও স্টাইলেও পরিবর্তন আসতে পারে।

ছবি: সংগৃহীত

এদিকে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি উড়োজাহাজ সকালে ১৭৫ যাত্রী, ৬ ক্রুসহ মোট ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। ওই উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জে-হোপ । তিনি ১০০ মিলিয়ন ওন বা ৬৮ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

ছবি: সংগৃহীত

অপরদিকে, এই কেপপ দলের বাকি পাঁচ সদস্য সামরিক প্রশিক্ষণরত রয়েছে। তাই সব সদস্যকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করতে এ বছরটা লেগে যাবে। সে পর্যন্ত বিটিএস ভক্তদের অনুপ্রাণিত করতে জে-হোপের এ সফর খুব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে ব্যান্ডটির ম্যানেজমেন্ট এজেন্সি বিগ হিট মিউজিক।