নতুন নাটকে জোভান-তটিনী

আসন্ন ঈদে দারুণ এক নাটক নিয়ে আসছেন ছোট পর্দার জুটি জোভান-তটিনী। এই জুটির রসায়ন বরাবর দর্শকদের মুগ্ধ করে। যার দৃশ্যমান প্রমাণ মিলবে ‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে।

সিএমভি’র ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। যাতে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী।

‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে প্রবাসী ইকবালের চরিত্রে জোভান বিয়ে করতে দেশে ফিরেছেন ৩ মাসের ছুটিতে। এদিকে, শিল্পী নামের চরিত্রে তটিনীকে তার পছন্দ হলেও ৩ মাস পর ইকবালের বিদেশ চলে যাওয়ার বিষয়টিতে পাত্রীর পরিবারের আপত্তি। এই নিয়েই নাটকের নাটকীয়তা।

নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্প রয়েছে এই নাটকে।