ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর দিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর দেন তিনি।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ছোট ছেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন আসিফ। ক্যাপশনে জানান, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন তার ছোট ছেলে রুদ্র। আসিফের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসেই। তবে বিষয়টি প্রকাশ্যে এনেছেন আজ মঙ্গলবার।
খবর সংযোগের পাঠকের জন্য আসিফ আকবরের সেই পোস্টটি তুলে ধরা হলো-
আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে।
নর্থ সাউথ ভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, ক্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।
রুদ্র ২৬ বছরে পদার্পন করলো আজ। সেই সাথে এটাই তার শেষ স্বাধীন বসন্ত। আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে।
বিয়ে-শাদীর সমস্ত আয়োজন সম্পন্ন। অ্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব্য দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশী কিছু বলা যাচ্ছে না।
আজ রুদ্র'র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।
আড়াই বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণকে বিয়ে দেন আসিফ। এবার চলতি বছরের শেষের দিকে ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ে দেবেন এ সংগীতশিল্পী।