পারফরম্যান্সের সময় মঞ্চে পড়ে গেলেন শাকিরা

মঞ্চে হোয়েনএভার, হয়ারএভার’ গানটি গাইছিলেন সাকিরা। নিজে যেমন দুলছিলেন সুরের জাদুতে দোলাচ্ছিলেন ভক্তদের। ঠিক এই সময়েই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চে পড়ে গেলেন শাকিরা। তবে দ্রুতই উঠে দাঁড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে গান চালিয়ে গেলেন এই তারকা।

সোমবার (২৬ মে) কানাডার কুইবেকের মন্ট্রিয়লের বেল সেন্টারে কলম্বিয়ার তারকার কনসার্ট চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভক্তদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ২০০১ সালের সেই জনপ্রিয় গানের প্রথম অন্তরা শুরু করতেই হঠাৎ ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান তিনি। মঞ্চে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দুলছিলেন শাকিরা। ঠিক তখনই এ কাণ্ড ঘটে। তবে মুহূর্তেই উঠে দাঁড়িয়ে গান চালিয়ে যান তিনি। ঘটনার পর তিনি নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে ওই মুহূর্তের একটি ঝলক শেয়ার করেন।

এ ঘটনায় প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে শাকিরার ‘কামব্যাক’ দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-অনুরাগীরা। অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সুস্থতা কামনা করছেন এই সুপারস্টারের। 

শাকিরা তার নতুন কনসার্ট ট্যুর শুরু করেছেন চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। এখন পর্যন্ত এই ট্যুরে তিনি পারফর্ম করেছেন বোস্টন, টরন্টো, মায়ামি, ডেট্রয়েট, হিউস্টন, সান দিয়েগোর মতো শহরে। সফরের উত্তর আমেরিকা পর্ব শেষ হবে ৩০ জুন, সান ফ্রান্সিসকোতে। সূত্র: পিপলডটকম