বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘ওয়ার ২’ যেন "যতটা গর্জাল, ততটা বর্ষাল না" এমনটাই বলছেন বক্স অফিস বিশ্লেষকেরা। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের যুগলবন্দি, দৃষ্টিনন্দন ভিএফএক্স আর অ্যাকশন স্টান্ট সত্ত্বেও বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি এই ছবিটি।
৪০০ কোটির বাজেটে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিনেই ৫২ কোটি টাকার দারুণ ওপেনিং করলেও, দিন দিন তার আয় কমতে শুরু করে। মাত্র পাঁচ দিনের মাথায় ছবিটির আয় একক অঙ্কে নেমে এসেছে, কমেছে প্রায় ৭৬%। এখন অনেকেই মনে করছেন, ‘ওয়ার ২’ শেষমেশ ফ্লপের তকমা পেতে চলেছে।
এই আর্থিক ব্যর্থতার রেশ গিয়ে পড়েছে দুই তারকার ব্যক্তিগত সম্পর্কেও? নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে গুঞ্জন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। যদিও এর পেছনের আসল কারণ এখনও স্পষ্ট নয়। দু’জনের মধ্যে আদৌ কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা নিয়ে মুখ খোলেননি কেউ।
তবে লক্ষণীয়, হৃতিক এখনও ‘ওয়ার ২’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং সহ-অভিনেত্রী কিয়ারা আদবানিকে ইনস্টাগ্রামে ফলো করছেন। এমনকি, অতীতে যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের অনেককেই ফলো করছেন তিনি। অন্যদিকে, তার বাবা রাকেশ রোশন এখনও জুনিয়র এনটিআরকে ফলো করছেন।
ছবির ঘোষণার পর থেকেই দুই অভিনেতার মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রশংসা করেছেন একে অপরকে, বিশেষ করে জুনিয়র এনটিআর একবার হৃতিকের নাচ ও অভিনয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা বলেছিলেন একটি বিবৃতিতে।
এখন দেখার, ‘ওয়ার ২’ ব্যর্থতার পরে কি সত্যিই চির ধরেছে সেই বন্ধুত্বে, নাকি এটি নিছকই কাকতালীয় ইনস্টাগ্রাম ‘আনফলো’? সময়ই বলবে সত্যিটা।