বিজেপি-ডিএমকের বিরুদ্ধে থালাপতি বিজয়ের ‘যুদ্ধ’ ঘোষণা

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন উত্তাপ ছড়ালেন দক্ষিণী সুপারস্টার ও তামিলাগা ভেত্রি কাজাগামের (TVK) প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়। গত ২১ আগস্ট মাদুরাইয়ে আয়োজিত মহাসমাবেশে লাখো সমর্থকের সামনে তিনি সরাসরি বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। তীব্র ভাষায় আক্রমণ করে তিনি জানান, এ লড়াই শুধু রাজনৈতিক নয়, আদর্শেরও।

সমাবেশে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়। এটা এমন একটি শক্তি, যারা কোনো দলকে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।

bijoy2

বিজেপির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করে বিজয় আরও বলেন, তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। পদ্মপাতায় যেমন জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্কও বিজেপির সঙ্গে টিকবে না।

 

ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় বিজয় বলেন, সিংহ জানে কীভাবে একা থাকতে হয়। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর সিংহ কখনো মৃত শিকার খায় না।

সমাবেশে তিনি কেন্দ্রীয় সরকারের NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) নীতির কঠোর সমালোচনা করেন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, NEET বাতিল করুন! পারবেন কি মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে।

bijoy3

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই মহাসমাবেশ ছিল দলের সবচেয়ে বড় শক্তি-প্রদর্শন।

বিজয় বলেন, ২০২৬ সাল হবে তামিল রাজনীতির জন্য ১৯৬৭ ও ১৯৭৭ সালের মতোই এক যুগান্তকারী বছর। সেই বছর নতুন এক রাজনৈতিক জাদু ঘটবে, নতুন শক্তি উঠে আসবে।

উল্লেখ্য, ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় তার রাজনীতিতে আগমন তামিল রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করেছে। মাদুরাইয়ের জনসভা যেন জানিয়ে দিল, তিনি শুধু রুপালি পর্দার নায়ক নন, রাজনীতির ময়দানে বাস্তবেরও ‘থালাপতি’ হতে প্রস্তুত।