আলোচিত দম্পতি হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য জীবনে নতুন মোড় এসেছে। কয়েকদিন আগেও তালাক নিয়ে তীব্র বিতর্ক থাকলেও এখন তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন বরিশালের একটি গ্রামে, রিয়া মনির পিত্রালয়ে।
হিরো আলম দাবি করেছেন, তারা এখন আর আলাদা নন। সম্পর্কের টানাপোড়েন ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, সব ভুল বোঝাবুঝি আর অভিমান থেকে হয়েছিল। কেউ কাউকে তালাক দেয়নি। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সংসার টিকিয়ে রাখার।
অন্যদিকে, রিয়া মনি জানিয়েছেন, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন, তবে হিরো আলম এখন তাদের বাড়িতে অবস্থান করছেন এবং বিষয়টি পরিবারের সঙ্গে বসে সমাধান করার চেষ্টা করছেন। রিয়া মনির ভাষায়, আমি তালাক দিয়েছি এটা সত্য। তবে আমার বাবা-চাচাদের সঙ্গে আলম বসে সিদ্ধান্ত নিতে চায়। পরিবারের যা সিদ্ধান্ত হবে আমি মেনে নেব।
সম্প্রতি, হিরো আলম সামাজিক মাধ্যমে রিয়া মনির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন, যেখানে তার সঙ্গে ইউটিউবার ম্যাক্স অভির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কক্সবাজারে গোপন সফরেরও অভিযোগ তোলেন আলম। তবে রিয়া মনি এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
এখন দেখার বিষয়, ব্যক্তিগত জীবনের এই নাটকীয় সম্পর্ক কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি সামনে আরও চমক অপেক্ষা করছে। পরিবারের সিদ্ধান্তই এবার নির্ধারণ করবে হিরো আলম ও রিয়া মনির সম্পর্কের ভবিষ্যৎ।