হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সফরের রেশ কাটতে না কাটতেই, এবার বাংলাদেশে আসছেন দেশটির আরেক জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশি ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা ও উত্তেজনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশ সফরের ইঙ্গিত দেন এই অভিনেতা। সেখানে তিনি লিখেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে’ -সঙ্গে যোগ করেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি। তবে সফরের সুনির্দিষ্ট দিন, সময়, স্থান কিংবা উদ্দেশ্য সম্পর্কে তিনি কিছু জানাননি।

Pakistani actor

আহাদ রাজা মীর পাকিস্তানি টিভি নাটকের অঙ্গনে একজন পরিচিত মুখ। বাংলাদেশের দর্শকদের মাঝেও তার জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে ‘এহদ-এ-ওয়াফা’ নামের সিরিয়ালটি তাকে এনে দিয়েছে বিপুল খ্যাতি।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’ দিয়ে তিনি আলোচনায় আসেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য জেতেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার। এরপর একে একে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’ ‘সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

দেশীয় কাজের পাশাপাশি আহাদ রাজা মীর আন্তর্জাতিক অঙ্গনেও অভিনয়ের ছাপ রেখেছেন। তিনি অভিনয় করেছেন বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের 'রেসিডেন্ট ইভিল' সিরিজেও।

অভিনয় জীবন শুরু করেন ২০১০ সালে, মাত্র ১৭ বছর বয়সে। ‘খামোশিয়ান’ নাটকে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু। কানাডায় বসবাসকালে তিনি মঞ্চনাটক, নির্দেশনা ও লেখালেখিতেও সক্রিয় ছিলেন।

পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো- আহাদ রাজা মীর বাংলাদেশে আসছেন ঠিক কোন উদ্দেশ্যে? ভক্তদের অনেকেই ধারণা করছেন, হয়তো কোনো অনুষ্ঠান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ বা কোনো আন্তর্জাতিক প্রজেক্টে অংশ নিতে তিনি আসছেন। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তার আগমন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ইতোমধ্যেই চোখে পড়ার মতো। অনেকে বলছেন, ‘হানিয়ার পর আহাদ, বাংলাদেশে যেন পাকিস্তানি তারকাদের নতুন গন্তব্য হয়ে উঠছে।’

পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

ভক্তরা অপেক্ষায়, কখন তাদের প্রিয় অভিনেতা দেশের মাটিতে পা রাখবেন আর কি চমক তিনি নিয়ে আসবেন বাংলাদেশের জন্য।