ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় এসেছে তার অভিনয় দিয়ে। তবে এবার একটি ভিন্ন কারণে বির্তকের মুখে এই অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রমোশনাল ফটোশুটের প্রতিশ্রুতি ভঙ্গ করে এক নারী উদ্যোক্তাকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন।
বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর ঠিকানায় আইনি নোটিশ পাঠান ঝিলিক নামের এক উদ্যোক্তা।
আইনি নোটিশে বলা হয়, তিশা তার অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি বেছে নেন। সেটি তিনি না কিনে বরং পেজ প্রমোশনের বিনিময়ে ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দেন।
নোটিশে আরও বলা হয়, চলতি বছরের ১৮ জানুয়ারীতে ‘আপনিয়া’ পেজ থেকে তিশা একটি শাড়ি নেয় পেজ প্রমোশনের কথা বলে কিন্তু দীর্ঘ ১০ মাস পর হলেও শাড়িটি পরে পেজ প্রমোশন করেননি। এমনকি ৬ মাসের অধিক সময় ধরে কোনো যোগাযোগ রাখেনি।
আরও বড় বিতর্ক শুরু হয় যখন এই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক!’
এই মন্তব্যে উদ্যোক্তা আরও ক্ষুব্ধ হন। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘তানজিন তিশা একজন পরিচিত অভিনেত্রী হওয়া সত্ত্বেও শাড়ি গ্রহণের পর ২৮৮০০ টাকার মূল্যর শাড়িটির মূল্য পরিশোধ বা প্রমোশন না করে এখন যে মিথ্যার আশ্রয় নিচ্ছে তা সত্যিই কুরুচিপূর্ণ। এ ধরণের কাজ প্রতারণার শামিল।
উদ্যোক্তার দাবি, তিশাকে ৭ দিনের মধ্যে ২৮,৮০০ টাকার শাড়ির মূল্য ও ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে মাফ চাইতে হবে। তা না হলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হবে।
অপর দিকে তানজিন তিশার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।