১০ বছর পর নতুন অ্যালবাম আনছেন অর্ণব

জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব দীর্ঘদিন ধরে শ্রোতাদের উপহার দিয়ে আসছেন সংগীতের এক ভিন্ন স্বাদ। নিজের মৌলিক সৃষ্টির মাধ্যমে যেমন জয় করেছেন অনুরাগীদের মন, তেমনই পুরোনো গান নতুনভাবে তুলে ধরেও দেখিয়েছেন সুরের মুন্সিয়ানা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্তদের জন্য বড় এক চমকের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে অর্ণবের নতুন মৌলিক অ্যালবাম ‘ভাল্লাগেনা’। এটি প্রকাশ করছে ‘আধখানা মিউজিক’।

জানা গেছে, মোট আটটি গান থাকছে অ্যালবামে। এর মধ্যে কয়েকটি গান তৈরি হয়েছে খ্যাতিমান কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে। বাকি গানগুলো লিখেছেন অর্ণব ও তার ঘনিষ্ঠ বন্ধুেরা। প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই।

দীর্ঘ বিরতির পর অ্যালবাম প্রকাশ করতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তিনি। অর্ণব বলেন, ‘প্রায় ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এ কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

অর্ণবের নিজস্ব ঘরানা, ভিন্নধর্মী সুর ও সংগীতায়োজনের কারণে তার প্রতিটি কাজই শ্রোতাদের কাছে আলাদাভাবে আদৃত। ফলে ‘ভাল্লাগেনা’ অ্যালবামের আটটি নতুন গান শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।