পাকিস্তানি টেলিভিশন অভিনেতা ও প্রবীণ শিল্পী উজাইর আব্বাসি মারা গেছেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজা, পরিচিত পরিচালক ও প্রযোজক শামুন আব্বাসি।
পাকিস্তানি সংবাদমাধ্যম বোল নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে শামুন আব্বাসি লিখেছেন, ‘আমার প্রিয় চাচা, আমার অনুপ্রেরণা, আমার বন্ধু, আমার পথপ্রদর্শক আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তার আত্মার মাগফিরাতের জন্য দয়া করে সূরা আল-ফাতিহা পাঠ করুন।’
উজাইর আব্বাসির মৃত্যুতে পাকিস্তানের টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই গুণী অভিনেতাকে।
অভিনয়জগতে উজাইর আব্বাসি ছিলেন এক বহুমুখী প্রতিভা। তার নিখুঁত উর্দু উচ্চারণ, পরিশীলিত সংলাপ বলার ধরণ ও গভীর অভিনয় দক্ষতার জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। তিনি এমন এক শিল্পী পরিবার থেকে এসেছিলেন, যারা পাকিস্তানের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত।
তার বড় ভাই জুবায়ের আব্বাসি ছিলেন একজন সুপরিচিত প্রযোজক ও পরিচালক, আর ভাতিজা শামুন আব্বাসি আজকের প্রজন্মের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা।
উজাইর আব্বাসির অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সার রাহ’, ‘করাচি বিভাগ’ (২০২১), ‘বাশু’ (২০২৩), ‘হীর রঞ্জা’ (২০১২) এবং ‘খিলোনা’ নাটক।