মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কে এই মিথিলা

বাংলাদেশের গ্ল্যামার জগতে পরিচিত নাম তানজিয়া জামান মিথিলা। মডেলিং, অভিনয় ও বলিউডে কাজের অভিজ্ঞতার পর এবার তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ এর ৭৪তম আসরে।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ এর মুকুট জয়ের পর মিথিলা থাইল্যান্ডে অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি সেখানে ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার অনলাইন ভোটিং পর্বে মিথিলা এখন পর্যন্ত পেয়েছেন ৭৩ হাজারেরও বেশি ভোট, যার ফলে তিনি বিশ্বের শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন। এটি বাংলাদেশের মিস ইউনিভার্স ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tanzia Zaman Mithila2

এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে মিথিলা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি কাঁদছি... আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও মিথিলার জন্য প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান ও জান্নাতুল পিয়ার মতো তারকারা সামাজিক মাধ্যমে মিথিলার পক্ষে ভোট চেয়ে আহ্বান জানিয়েছেন।

Tanzia Zaman Mithila4

তানজিয়া জামান মিথিলা মূলত একজন পেশাদার মডেল ও অভিনেত্রী। ২০১৯ সালে ‘ফেস অব বাংলাদেশ’ ও ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। একই বছর তিনি জেতেন ‘মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯’ শিরোপা, যদিও মূল প্রতিযোগিতা থেকে পরে সরে দাঁড়ান।

মডেলিং ছাড়াও অভিনয়ে তিনি বলিউডে নাম লেখান ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে। সামাজিক মাধ্যমে সক্রিয় মিথিলা প্রায়ই নিজের জীবনধারা ও খোলামেলা ছবির কারণে আলোচনায় থাকেন।

অতীতে তার ব্যক্তিজীবন নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল বিশেষ করে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নাম জড়ানো ও অন্তরঙ্গ ছবি প্রকাশের ঘটনায় তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Tanzia Zaman Mithila3

তবে এসব বিতর্ক পেছনে ফেলে মিথিলা এখন মনোযোগ দিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বে। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম গ্র্যান্ড ফিনালে।

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। তবে ভোটিং পর্বে মিথিলার এই সাফল্যকে বাংলাদেশের মিস ইউনিভার্স যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।