বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে শুক্রবার থেকে দেশে বৃষ্টি ঝরার আভাস রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, লঘুচাপটি মঙ্গলবারের মধ্যেই তৈরি হতে পারে। এর প্রভাবে দেশে শুধু বৃষ্টি হবে। ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হয়ে বৃষ্টি থাকতে পারে তিন দিন। উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টি হবে, ঢাকায়ও হালকা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী সময়ে এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ঝুঁকি কম।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাসও এসেছে এতে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার লঘুচাপটি তৈরি হলে এ নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হবে।